গোপালগঞ্জের মুকসুদপুরে পেঁয়াজ বোঝাই ট্রাকের নীচে চাপা পড়ে ছত্তার শেখ (৪০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন।
শুক্রবার, ২১ ডিসেম্বর ভোর সাড়ে ৬টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের মুকসুদপর উপজেলার গঙ্গারামপুর নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত ছত্তার শেখ মুকসুদপুর উপজেলার দক্ষিণ গঙ্গারামপুর গ্রামের মৃত কালু শেখের ছেলে।
মুকসুদপুর উপজেলার সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলাম জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা টেকেরহাটগামী পেঁয়াজ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ভ্যানের ওপর আছড়ে পড়ে।
এতে ট্রাকের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই ভ্যান চালক ছত্তার শেখ মারা যায়।
আজকের বাজার/এমএইচ