জেলার মুকসুদপুরে দুর্ঘটনা ও অগ্নিকান্ড মোকাবেলায় মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা দুর্যোগ ব্যাবস্থাপনা বিভাগের আয়োজনে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুকসুদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এ মহড়া প্রদর্শণ করে। প্রদর্শনে উপস্থিত জনসাধারণকে অগ্নিকান্ডে সৃষ্ট বিভিন্ন দুর্ঘটনা মোকাবেলায় করনীয় কার্যক্রম প্রদর্শণ করা হয়। এসময় আগুন নেভানোর বিভিন্ন কলাকৌশল দেখানো হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডা: মাহমুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ফায়জুর রহমান, মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার রাজিব, সহকারী স্টেশন মাষ্টার মিজানুর রহমান, মুকসুদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সরদার মুজিবুর রহমান প্রমুখ।
মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার রাজিব জানান, আগুন লাগলে তিনটি সহজ কৌশলে আগুন নেভানো সম্ভব। এ পদ্ধতিগুলো মহড়ার মাধ্যমে জনসাধারণের সামনে তুলে ধরা হয়েছে যাতে আগুন লাগলে সহজেই নেভানো যায়।