মুকসুদপুরে শিশুসন্তানসহ গৃহবধূ নিখোঁজ

গোপালগঞ্জের মুকসুদপুরে শিশুসন্তানসহ শিউলি সুলতানা(৩৪) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ শিউলি উপজেলার গোপীনাথপুর গ্রামের দুবাই প্রবাসী আমিনুল ইসলামের স্ত্রী। শিশুসন্তানের নাম আরাফাদ মোল্যা।

এ ব্যাপারে মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, গত ৩ ডিসেম্বর রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ছেলে আরাফাদকে নিয়ে মুকসুদপুর থেকে ফরিদপুরের উদ্দেশ্যে বাড়ী থেকে বের হন শিউলি। এরপর তারা আর বাড়ীতে ফিরেননি।

শিউলির স্বামী আমিনুল ইসলাম মোবাইল ফোনে জানান, বাস না পেয়ে একটি মাইক্রোবাসে কওে রওয়না হয়েছিলেন শিউলি। বিষয়টি তিনি স্বামী আমিনুলকে মুঠোফোনে জানিয়েছিলেন। এর কিছুক্ষণ পর থেকেই শিউলির মুঠোফোন বন্ধ পান আমিনুল।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান বলেন, ওই গৃহবধূ ও তার শিশুপুত্র ফরিদপুরের সালথা থেকে নিখোঁজ হয়েছেন। তাদেরকে খুঁজে বের করতে অভিযান চলছে।

আজকের বাজার: আরআর/ ০৬ ডিসেম্বর ২০১৭