মুক্তাগাছা -ময়মনসিংহ সড়কের নতুন বাজারের সন্নিকটে আজ সকাল সাড়ে ৮টায় ইটবাহী ট্রাকের সাথে সিএনজি চালিত অটোর মুখোমুখি সংঘর্ষে এক মহিলাসহ ২ জন নিহত এবং ৪জন আহত হয়েছেন। মৃতের মধ্যে একজন মধুপুর পৌরসভার সাব-এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার হারুনর রশিদ (৩৫)। সে মুক্তাগাছার বাসিন্দা বীর বিক্রম হায়দার আলীর ছেলে বলে পুলিশ জানায়।
মুক্তাগাছা থানার ওসি আলী মামুদ ঘটনাটি নিশ্চিত করে জানান, মুক্তাগাছা থেকে যাত্রী নিয়ে ময়মনসিংহে যাওয়ার পথে নতুন বাজারের গন্ধর্বপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই ট্রাকের সংঘর্ষে ঘটনা স্থলেই সিএনজি যাত্রী মধুপুর পৌরসভার সাব-এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার হারুনর রশিদসহ অজ্ঞাত একজন মহিলা নিহত হন। এসময় আরও ৪ যাত্রী আহত হয়েছেন। এদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান