ময়মনসিংহ জেলার মুক্তাগাছার রৌয়াবিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আসাদুল ইসলাম আসাদ নামে এক যুবক নিহত হয়েছেন।বুধবার (২৩মে) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত যুবক উপজেলার কলাকান্দা গ্রামের সিরাজুল ইসলাম খোকার ছেলে।
আসাদুল ইসলাম মাছ ধরতে রঘুনাথপুর গ্রামের রৌয়াবিলে যায়। মাছ ধরার সময় বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছিলো। বজ্রপাতে তার পুরো শরীর ঝলছে যায়্। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।