ময়মনসিংহের মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪ জন।
সোমবার (২৫ জুন) দুপুর একটার দিকে উপজেলার সত্রাসিয়া এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনায় ঘটে।
তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহত দুজনের মধ্যে একজন শিশুও রয়েছে।
আহতদের চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে মুক্তাগাছাগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আহত হন চারজন।
পুলিশ ঘটনাস্থলে দুজনের মরদেহ উদ্ধার করে। আহতদের চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রেরণ করে।
আজকের বাজার/একেএ