মুক্তামনির অস্ত্রোপচার সম্পন্ন

বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার সদর উপজেলার কামারবায়সা গ্রামের বাসিন্দা মুক্তামনির অস্ত্রোপচার শেষ হয়েছে।

শনিবার ১২ আগস্ট সকাল সোয়া ৮টার দিকে তাকে ওটিতে নেওয়া হয় এবং সকাল ১১টার দিকে তা শেষ হয়। বার্ন ইউনিটের সমন্বয়কারী ডাঃ সামন্ত লাল সেন এ তথ্য দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।

এর আগে গত শনিবার সকাল ৮টায় তাকে ঢামেক হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়। পরে ৯টার দিকে অস্ত্রোপচার শুরু হয়।

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্লাস্টিক সার্জন ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যানেসথেশিয়া বিভাগের বিশেষজ্ঞ চিকিৎকরা এই অপারেশনে অংশ নেন। বিশেষজ্ঞ টিমে ছিলেন বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন, বার্ন ইউনিটের বর্তমান পরিচালক আবুল কালাম আজাদসহ এই বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা।

আজকের বাজার: আরআর/ ১২ আগস্ট ২০১৭