চট্টগ্রামের চন্দনাইশে শিশু অপহরণের মামলায় আব্দুল হাকিম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন থানার ওসি মো. আনোয়ার হোসেন। এর আগে, বুধবার গভীর রাতে কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আব্দুল হাকিম ওই এলাকার ছিদ্দিক আহমদের ছেলে।
পুলিশ জানায়, চন্দনাইশের জাফরাবাদ এলাকার মো. আলমের বাড়িতে রাখালের কাজ করতেন আব্দুল হাকিম। একদিন সুযোগ বুঝে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে মালিকের তিন বছরের শিশুকে বাড়ির উঠান থেকে অপহরণ করে নিয়ে যান তিনি। ঘটনার মাসখানেক পর শিশুটিকে উদ্ধার করা হয়। সে সময় এ ঘটনায় চন্দনাইশ থানায় মামলা করেছিলেন শিশুটির বাবা। সেই মামলার পরোয়ানামূলে আব্দুল হাকিমকে গ্রেফতার করা হয়।
ওসি মো. আনোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে আব্দুল হাকিমকে আদালতে পাঠানো হয়েছে। পরোয়ানামূলে তাকে গ্রেফতার করা হয়। খবর-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান