রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন,মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সমাজের প্রতিটি স্তর থেকে দুর্নীতি দূর করতে হবে। দুর্নীতি সমাজের জন্য একটি অভিশাপ।
৯ অক্টোবর সোমবার বিকালে কিশোরগঞ্জের বাজিতপুর কলেজের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন,একটি ক্ষুদ্র অংশের দুর্নীতির কারণে সংখ্যাগরিষ্ঠ জনগণ বিড়ম্বনার শিকার হতে হয়- এটা হতে পারে না। দুর্নীতিকে মনে-প্রাণে ঘৃণা করতে হবে। দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদেরকেও এগিয়ে আসতে হবে।
বাজিতপুর কলেজ পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নিকলী-বাজিতপুর আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতিপুত্র রেজওয়ান আহাম্মেদ তৌফিক, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান প্রমুখ।
এর আগে বাজিতপুরে স্মৃতিসৌধ, মুক্তিযোদ্ধা চত্বর ও চারটি সেতু উদ্বোধন করেন রাষ্ট্রপতি।
আগামীকাল ১০ অক্টোবর মঙ্গলবার কটিয়াদী উপজেলা সফর করবেন রাষ্ট্রপতি। এদিন কটিয়াদী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হীরকজয়ন্তী উদযাপনসহ কয়েকটি স্থাপনার নামফলক উদ্বোধন করার কথা রয়েছে তার।
এর আগে গতকাল চার দিনের সফরে নিজ বাড়ি কিশোরগঞ্জের মিঠামইনে যান রাষ্ট্রপতি আবদুল হামিদ।
আজকের বাজার:এলকে/এলকে ৯ অক্টোবর ২০১৭