সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক।
সাভার জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বাসস’কে জানান, ভোর ৫টা ৫০ মিনিটে ভূটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছলে তাঁকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, ঢাকা জেলা প্রশাসক এবং পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
এসময় তিনি রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় স্মৃতিসৌধের বেদীতে জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান।
পরে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং স্মৃতিসৌধ চত্বরে ‘নাগেশ্বর চাপা’ গাছের চারা রোপন করেন।
৬টা ২০ মিনিটে ভূটানের রাজা সাভার জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করেন। (বাসস)