মুক্তিযুদ্ধে জামাল বাহিনীর প্রধান জামাল আহম্মদের মৃত্যুতে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর শোক

চট্টগ্রামে বৃহত্তর বাকলিয়ার মুক্তিযুদ্ধ চলাকালীন জামাল বাহিনীর কমান্ডার জামাল আহম্মদ ওরফে ফকির জামালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি রোরবার চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।  আজ এক শোক বার্তায় তথ্যমন্ত্রী মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল আহম্মদ স্বাধীনতা উত্তর বাংলাদেশে ১৯৯৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ছিলেন। ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ডের পর তিনি চট্টগ্রামে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে আজীবন ধারণকারী জামাল আহম্মদ এলাকাবাসীর সেবায় আত্মনিয়োগের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন। তথ‌্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান