ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে ভিপি নুর ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুনসহ দুই জনকে আটক করেছে পুলিশ। আটক অপরজন হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তুর্য।
সোমবার দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল বাতেন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, রোববার দুপুরে ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে ভিপি নুরসহ তার সহযোগীদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এতে মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ নেন বলে আহতরা দাবি করেন। ওই হামলায় নুরসহ অন্তত ৩৪ জন আহত হন।
আজকের বাজার/এমএইচ