সিরাজগঞ্জে প্রয়াত মুক্তিযোদ্ধা তোজাম্মেল হক মাস্টারের স্ত্রী নাজমা বেগম (৬৫) নামের এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাতের কোনো এক সময় শহরের চৌরাস্তা মোড় সোনালী ব্যাংকের সামনে অবস্থিত নিজ বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
সদর থানার পরিদর্শক (অপারেশন) নূরুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
আজকের বাজার/এমএইচ