প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খান মোমিনুল ইসলাম নান্নুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বিবৃতিতে তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
মোমিনুল ইসলাম নান্নু বুধবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না … রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।