১৮৯৭ সাল। ১০ হাজার আফগান সেনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তৎকালীন ব্রিটিশ আর্মির ৩৬তম রেজিমেন্টের (বর্তমান ভারতীয় সেনার চতুর্থ ব্যাটেলিয়ন) ২১ জন শিখ জওয়ান। হার নিশ্চিত জেনেও প্রাণ থাকতে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যাননি তারা। বরং কড়া টক্কর দিয়েছিলেন হাজার হাজার আফগান সৈন্যদের। এমন কাহিনীর এক ছবিতে অভিনয় করছেন বলিউড সুপার স্টার অক্ষয় কুমার। তিনি ছবিটির প্রযোজকও বটে। সহ প্রযোজক হিসেবে রয়েছেন করণ জোহর।
একই পেক্ষাপটের কাহিনী নিয়ে অভিনেতা রনদীব হুডার আরো একটি ছায়াছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। অন্যদিকে কিছুদিন আগেই একই প্রেক্ষাপটের একটি টিভি সিরিয়াল অন এয়ার হয়েছে।
সব মিলিয়ে অক্ষয় কুমার এর ছায়াছবিটি মুক্তির আগেই প্রতিযোগিতার সম্মুখীন! যদিও বানিজ্যিকভাবে এই প্রতিযোগিতার ইতিবাচক প্রভাব আশা করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, একই পটভুমিতে ২০১৬ সালের আগস্ট মাসে অভিনেতা অজয় দেবগণও কাজ করার আগ্রহ প্রকাশ করেন!
একই ঐতিহাসিক প্রেক্ষাপটে বিভিন্ন কাজ বলিউডে এটাই প্রথম নয়। এর আগেও ভগত সিং এর জীবনকাহিনী নিয়ে একই সময়ে একাধিক ছবি মুক্তি পায়।
এখন দেখার বিষয় দর্শকের কাছে কোন ছবি সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পায়।
আজকের বাজার : আরটি/আরএাম/ ২৭ ফেব্রুয়ারি ২০১৮