২০১২ সালের ৫ অক্টোবর মাহিয়া মাহীর অভিষেক ঘটে জাজ মাল্টিমিডিয়ার `ভালোবাসার রঙ’ ছবির মাধ্যমে। এবং খুব অল্প সময়ের মধ্যে নাম্বার ওয়ান নায়িকা হিসেবে নিজেকে প্রমাণ করেন তিনি।
এ বছরের ৫ অক্টোবরও সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে মাহী অভিনীত ‘পবিত্র ভালোবাসা’ সিনেমাটি।
এ কে সোহেল পরিচালিত ছবিটির নায়ক ও প্রযোজক রোকন।
ছবিটিতে মাহিয়া মাহি ছাড়াও আছেন ফেরদৌস- মৌসুমী। প্রথমবারের মতো একই ছবিতে দেখা যাবে এই তিন তারকাকে। ছবিতে আরও অভিনয় করেছেন সুজন, রেবেকা, আফজাল শরীফ, ইলিয়াস কোবরাসহ অনেকে।
ছবিটিতে মৌসুমীর প্রেমিক ও মাহীর বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস। ছবির গল্পে ফেরদৌস মুসলমানদের ধর্মীয় নেতা আর মৌসুমী হিন্দুদের ধর্মীয় নেত্রী।
আজকের বাজার/এএল