নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় সংঘাত, ভাঙচুর, উসকানি ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে করা মামলায় গ্রেফতার হওয়া আরও ৯ শিক্ষার্থী জামিনে মুক্তি পেয়েছেন।
সোমবার (২০ আগস্ট) সকাল ৮টা ৪০ মিনিটে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান ওই নয়জন। এর আগে গতকাল রোববার রাতে মুক্তি পায় নয়জন।
আজ মুক্তিপ্রাপ্তরা হলেন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির খালিদ রেজা, রেদওয়ান আহমেদ, রাশেদুল ইসলাম, শাখাওয়াত হোসেন ও তরিকুল ইসলাম, সাউথ ইস্ট ইউনিভার্সিটির জাহিদুল হক ও নূর মোহাম্মদ, নর্থ সাউথ ইউনিভার্সিটির আজিজুল করিম এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) সিহাব শাহরিয়ার।
এ বিষয়ে কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাহিদুল আলম সাংবাদিকদের জানিয়েছেন, আজ সকালে নয়জনকে মুক্তি দেওয়া হয়েছে। বাকিদের জামিনের কাগজ এখনো কারাগারে পৌঁছায়নি। কাগজ পেলেই তাদের ছেড়ে দেওয়া হবে।
আজকের বাজার/এমএইচ