জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা রদের পর সোমবার ছাড়া পেলেন কাশ্মীরের ৫ নেতা।
সোমবার শ্রীনগরে এমএলএ হোস্টেল থেকে তাঁদের ছেড়ে দেওয়া হয়। গত ৫ অগাস্ট কাশ্মীরে ৩৭০ ধারা রদের পর থেকে তাঁদের আটকে রাখা হয়েছিল। সূত্রের খবর আরও ৫০ নেতাকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে ভরতীয় কেন্দ্রিয় সরকারের।
গতকাল যাঁদের ছাড়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন ন্যাশনাল কনফারেন্সের সাবেক বিধায়ক ইসফাক জব্বার ও নবি বাট, পিডিপি সাবেক বিধায়ক জহুর মির ও ইয়াসির রেসি এবং সাবেক নির্দল বিধায়ক বসির মির।
উল্লেখ্য, ন্যাশনাল কনফারেন্সের প্রসিডেন্ট ফারুক আবদুল্লা, পিডিপি প্রধান মেহবুবা মুফতি, জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সহ জম্মু ও কাশ্মীরের ৩০ জনেরও বেশি নেতা এখন বন্দি। তাদের কবে মুক্তি দেওয়া হবে তা এখনও স্পষ্ট করে জানায়নি ভরতীয় কেন্দ্রিয় সরকার। শুধুমাত্র বলা হচ্ছে ঠিক সময়েই ছেড়ে দেওয়া হবে ওইসব নেতাদের।
আজকের বাজার/লুৎফর রহমান