চলচ্চিত্র জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের ৯২তম আসরের মনোনয়ন চূড়ান্ত হয়েছে।
দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস সোমবার চলতি বছরের (২০২০) অস্কারের জন্য মনোনয়ন পাওয়া সিনেমা ও ব্যক্তির নাম প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে বছরের সবচেয়ে আলোচিত সিনেমা ‘জোকার’-এর পাল্লাই সবচেয় ভারী। ১১টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে ছবিটি।
এবারের অস্কারের মনোনয়ন তালিকা
সেরা চলচ্চিত্র: ফোর্ড ভার্সেস ফেরারি, ১৯১৭, প্যারাসাইট, জোকার, ওয়ান্স আপন আ টাইম…ইন হলিউড, দ্য আইরিশম্যান, ম্যারিজ স্টোরি, লিটল উইম্যান এবং জোজো র্যাবিট।
সেরা পরিচালক: স্যাম মেন্ডেজ (১৯১৭), কুয়েন্তিন তারান্তিনো (ওয়ান্স আপন আ টাইম…ইন হলিউড), মার্টিন স্করসেসি (দ্য আইরিশম্যান), বং জুন-হো (প্যারাসাইট) এবং টড ফিলিপস (জোকার)।
সেরা ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম: প্যারাসাইট (সাউথ কোরিয়া), পেইন অ্যান্ড গ্লোরি (স্পেন), লা মিজারেভ (ফ্রান্স), কর্পাস ক্রিস্টি (পোল্যান্ড) ও হানিল্যান্ড (নর্থ ম্যাকেডনিয়া)।
সেরা অভিনেতা: ওয়াকিন ফিনিক্স (জোকার- আর্থার ফ্লেক/জোকার), অ্যাডাম ড্রাইভার (ম্যারিজ স্টোরি- চার্লি বারবার), জনাথন প্রাইস (দ্য টু পোপস- পোপ ফ্রান্সিস), আন্তনিও বান্দেরাস (পেইন অ্যান্ড গ্লোরি- সালভাদর মালো) ও লিওনার্দো ডিক্যাপ্রিও (ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড- রিক ডালটন)।
সেরা অভিনেত্রী: রেনে জেলওয়েগার (জুডি- জুডি গারল্যান্ড), শার্লিজ থেরন (বম্বশেল- মেগান কেলি), স্কারলেট জোহানসন (ম্যারিজ স্টোরি- নিকোল বারবার), সার্সা রোনান (লিটন উইম্যান- জোসেফিন ‘জো’ মার্চ) ও সিনথিয়া এরিভো (হ্যারিয়েট- হ্যারিয়েট টাবম্যান)
সেরা পার্শ্ব-অভিনেতা: ব্রাড পিট (ওয়ান্স আপন আ টাইম…ইন হলিউড- ক্লিফ বুথ), টম হ্যাংকস (অ্যা বিউটিফুল ডে ইন দ্য নেইবরহুড- ফ্রেড রজারস), অ্যান্থনি হপকিন্স (দ্য টু পোপস- পোপ বেনেডিক্ট সিক্সটিন্থ), আল পাচিনো (দ্য আইরিশম্যান- জিমি হফা) ও জো পেশি (দ্য আইরিশম্যান – রাসেল বাফালিনো)।
সেরা পার্শ্ব-অভিনেত্রী: লরা ডার্ন (ম্যারিজ স্টোরি- নোরা ফ্যান্শ), মার্গো রবি (বম্বশেল- কায়লা পসপিসিল), ক্যাথি বেটস (রিচার্ড জুয়েল- বারবারা ‘ববি’ জুয়েল), স্কারলেট জোহানসন (জোজো র্যাবিট- রোজি বেজলার) ও ফ্লোরেন্স পিউ (লিটন উইম্যান- অ্যামি মার্চ)।
সেরা অরিজিনাল স্ক্রিনপ্লে: ওয়ান্স আপন আ টাইম…ইন হলিউড (কুয়েন্তিন তারান্তিনো), নাইভস আউট(রিয়ান জনসন), ম্যারিজ স্টোরি (নোয়াহ বৌমবাক), ১৯১৭ (স্যাম মেন্ডেল, ক্রিস্টিন) ও প্যারাসাইট (বং জুন-হো, হান জিন-ওন)।
সেরা অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে: লিটল উইম্যান (গ্রেটা গেরউইগ), জোকার (টড ফিলিপ, স্কট সিলভার), দ্য আইরিশম্যান (স্টিভেন জাইলিয়ান), দ্য টু পোপস (অ্যান্থনি ম্যাককার্টেন) ও জোজো র্যাবিট (তাইকা ওয়াইতিতি)।
সেরা সিনেমাটোগ্রাফি: ১৯১৭- রজার ডিকিনস, জোকার- লরেন্স শের, দ্য লাইটহাউজ- জারিন ব্লাশকে, দ্য আইরিশম্যান- রদ্রিগো প্রিয়েতো এবং ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড- রবার্ট রিচার্ডসন।
সেরা ফিল্ম এডিটিং: প্যারাসাইট, ফোর্ড ভার্সেস ফেরারি, জোজো র্যাবিট, দ্য আইরিশম্যান ও জোকার।
এবারও সঞ্চালক ছাড়াই অনুষ্ঠিত হতে চলেছে ৯২তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান বা অস্কার। অস্কার সম্প্রচারিত হয় এবিসিতে, যার সঙ্গে দীর্ঘ–মেয়াদি চুক্তি রয়েছে অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের (এএনপিএএস)। সূত্র: ইউএনবি।
আজকের বাজার/লুৎফর রহমান