‘২৫ মার্চ’ কালো রাত্রির স্মরণে ও গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে দেশের সর্ববৃহৎ আল্পনা আঁকল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের উদ্যেগে ও শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই কিলোমিটার দীর্ঘ এই ‘মুক্তি সংগ্রাম আলপনা’ আঁকা হয়।
রোবিবার বেলা ৩টার দিকে এই আল্পনা আঁকার উদ্বোধন করেন দেশের প্রথম নারী উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। এ সময়- ‘দেশের স্বাধীনতা রক্ষার্থে ও শক্তিশালী জাতি বির্নিমাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।’
এর আগে সকাল ১০ টার দিকে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম ছাত্র-শিক্ষক কেন্দ্রের প্রাঙ্গনে মুক্তিযুদ্ধের চিত্রকর্ম প্রদর্শনী উদ্বোধন করেন।
এদিকে ‘মুক্তির আলোয় আলোকিত করি ভুবন’ এই স্লোগানে বিকাল ৫টা থেকে চারদিন ব্যাপী ‘মুক্তিসংগ্রাম সাংস্কৃতিক উৎসব’ শুরু হয়েছে। এই উৎসব মুক্তিযুদ্ধ ও দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ২৫জন গুণী ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হবে।
এছাড়া উৎসবের মধ্যে থাকছে- মুক্তিযোদ্ধাদের মুখ থেকে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, ২৬ মার্চ সকাল সাড়ে সাতটায় কেন্দ্রীয় খেলার মাঠে মানব পতাকা তৈরি, আটটা এক মিনিটে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনা। এছাড়া থাকছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শিল্পী ও মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা স্মারক প্রদান, মঞ্চনাটক, জাগরণের গান ও আবৃত্তি, শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানমালা, আর্ট ক্যাম্প, মুক্তিযুদ্ধের স্মারক প্রর্দশনী।’
এমআর/