নাইজেরিয়ায় আফ্রিকান ইউনিয়নের সম্মেলনে, নাইজেরিয়ার রাষ্ট্রপতি মুহাম্মদ বুহারি এই চুক্তিতে স্বাক্ষর করে মহাদেশের বৃহত্তম অর্থনীতিতে আফ্রিকান মহাদেশীয় মুক্ত বাণিজ্য এলাকা চালু করেন।
সদস্য কয়েকটি দেশ অনিচ্ছুক হওয়ার কয়েক মাস পর বাণিজ্য প্রতিযোগিতায় টিকে থাকতে নাইজেরিয়ার উদ্বেগে বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনের জন্য চুক্তিতে স্বাক্ষর হয়।
এই অঞ্চলের আওতায় ৫৫টি-জাতি, ৩.৪ ট্রিলিয়ন ডলারের সমপরিমান সম্পদ রয়েছে ।
নাইজেরিয়ান সমঝোতা দলের সদস্য প্যাট উটমি বলেন, এই চুক্তি নাইজেরিয়ার ভাগ্য এবং আফ্রিকান অন্যান্য দেশগুলির লাভের পক্ষে দাঁড়িয়ে আছে। এটি কেবল নাইজেরিয়ার অর্থনীতিতে বড় হয়ে উঠবে না বরং অন্যান্য আফ্রিকান দেশগুলির অর্থনীতিতেও সাহায্য করবে।একসাথে, বাণিজ্যের পারস্পরিক সুবিধার ফলে আজকের দারিদ্র্য থেকে আফ্রিকার অবস্থানকে শক্তিশালী এবং অনেক বাড়িয়ে তুলবে।
আন্তঃ-আফ্রিকান বাণিজ্য রপ্তানি মাত্র ১৭শতাংশ, যা দুর্বল অবকাঠামো, কর, আমলাতন্ত্র এবং দুর্নীতি দ্বারা ক্ষতিগ্রস্ত।
বাণিজ্য চুক্তির মাধ্যমে যা এই বাণিজ্যকে বাড়িয়ে তুলবে বলে মনেকরেন সমঝোতা দলের সদস্যরা।
আজকের বাজার/লুৎফর রহমান