প্রাকৃতিক উপায়ে দূর করতে পারেন ত্বকের তেলতেলে ভাব।
এক নম্বর. ক্লিনজিং:
ক্লিনজিং খুব গুরুত্বপূর্ণ, ত্বকের লোমকূপের মুখ খুলে পরিষ্কার করতে । ফেসওয়াশ বা ক্লিনজিং মিল্ক মুখে মেখে তুলা দিয়ে পরিষ্কার করে ফেলবেন। তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেললে ত্বকের তেলতেলে ভাব আপনার অনেকটা কেটে যাবে।
২. লেবুর রস:
ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব দূর করে লেবুর সাইট্রিক এসিড এবং ত্বককে উজ্জ্বল করে। বাইরে থেকে বাসায় এসে আপনি সামান্য একটু লেবুর রসের সাথে চিনি মিশিয়ে মুখে হালকা ম্যাসাজ করে ধুয়ে ফেলবেন।
৩. ডিম:
ত্বকের জন্য ডিম বেশ কার্যকরী প্রাকৃতিক উপাদান । ডিমের সাথে সামান্য মধু মিশিয়ে মুখে লাগাবেন। মুখে লাগানোর ১৫ মিনিট অপেক্ষার পর আপনার মুখ ধুয়ে ফেলতে হবে। ধীরে ধীরে আপনার ত্বকের তেলতেলে ভাব কমে যাবে।
৪. টমেটো:
ত্বকের বাড়তি তেল দূর করার জন্য বেশ কার্যকরী উপাদান টমেটো। টমেটো চটকে নিয়ে পুরো মুখে ভালো করে লাগিয়ে রাখতে হবে। লাগানোর ১০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। দেখবেন, ত্বকে টানটান ভাব চলে আসবে এবং তেলতেলে ভাব দূর হবে। এভাবেই নিয়মিত চর্চা রাখলে আপনার ত্বকের তেলতেলে ভাব দূর হবে। আপনাকে দেখাবে প্রাণবন্ত।
আজকের বাজার/আরজেড