নায়িকা কুসুম শিকদার। গায়িকাও তিনি। সম্প্রতি সাড়া জাগিয়েছেন নিজের রচিত ও হৃদয় খানের সুর এবং সঙ্গীতে ‘নেশা’ শিরোনামের একটি গানের মাধ্যমে। নেশা শিরোনামে একটি গান দিয়ে। গানটির ভিডিওতে তার খোলামেলা উপস্থাপনে অনেকে অনেক সমালোচনাও করেছেন। তবে বিষয়টি ইতিবাচক হিসেবেই নিয়েছেন কুসুম।
এ প্রসঙ্গে কুসুম শিকদার বলেন, গানটি প্রকাশের পর থেকে আমি অভূতপূর্ব সাড়া পেয়েছি। আমি রীতিমতো মুগ্ধ। এরইমধ্যে গানটির জন্য পজিটিভ সাড়া পেয়েছি নব্বই ভাগ দর্শকদের কাছ থেকে। আমি একটি বিষয় খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলাম যে, আমাদের দেশের দর্শকরা আন্তর্জাতিক মানের কাজ খুব ভালোভাবেই গ্রহণ করেন। দর্শক এখন অনেক আধুনিক এবং সচেতনও বটে। কিছু দর্শক আছেন যারা দেশের বাইরের কাজগুলো খুব সহজে গ্রহণ করতে পারলেও, দেশের আন্তর্জাতিক মানের কাজগুলো সহজে নিতে পারেন না। বিরূপ প্রতিক্রিয়া দেখান। তবে আমি ভীষণ খুশি যে, আমার নেশা মিউজিক ভিডিওটি সবাই বেশ সাদরে গ্রহণ করেছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ।
আজকের বাজার: আরআর/ ০৮ আগস্ট ২০১৭