মুগদায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম

রাজধানীর মুগদা থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার দিবাগত রাত ১০টার দিকে মুগদার ওয়াপদা গলিতে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শামীম আহমেদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। বাবার নাম শফিউল্লাহ ভুঁইয়া। শামীম রাজধানীর মান্ডায় থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে মুগদা ওয়াপদা গলির পাশের একটি বাসায় পারিবারিক বৈঠক করছিলেন শামীম। এ সময় মান্ডা থানার ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. বিপ্লবের নেতৃত্বে কয়েকজন তাকে উপর্যুপরি কোপায়।

এতে গুরুতর আহত হন শামীম। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, রাতে আশঙ্কাজনক অবস্থায় শামীমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে।

আরএম/