মুগাবের পতন উদযাপনে হারারেতে হাজারো মানুষের উল্লাস

জিম্বাবুয়ে সেনাবাহিনী দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার চার দিন পর আজ শনিবার রাজধানী হারারেতে হাজারো মানুষ মুগাবের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন। এসময় তারা মুগাবের পতন উদযাপন করে উল্লাস করে। অনেকেই একে নতুন সূচনা হিসেবে উল্লেখ করেন।
গত বুধবার দেশটিতে সেনাবাহিনীর হস্তক্ষেপের কারণে ৩৭ বছর ধরে ক্ষমতায় থাকা রবার্ট মুগাবের শাসন পুরোপুরি অনিশ্চয়তায় পড়ে।

সিএনএনএর এক প্রতিবেদনে জানা যায়, হারারেতে এক র্যা লিতে অংশ নিয়ে হাজারো মানুষ উল্লাস করে মুগাবের পদত্যাগ দাবি করে। এসময় প্ল্যাকার্ড হাতে তারা মুগাবেকে ক্ষমতার ছেড়ে দিতে আহবান জানায়। মুগাবের শাসনের অবসানের লক্ষ্যে সেনাবাহিনীর হস্তক্ষেপকে তারা ধন্যবাদ জানায়। ওই প্রতিবাদ বিক্ষোভ তখন উদযাপনে পরিণত হয়।
প্রতিবাদে অংশ নেওয়া একব্যক্তির উদ্ধৃতি দিয়ে বিবিসি জানায়, বিক্ষোভকারীরা একে ‘নতুন সূচনা’ হিসেবে উল্লেখ করেন। ওই র্যা লির পেছনে দেশটির সেনাবাহিনী ও ক্ষমতাসীন জানু-পিএফ পার্টির সমর্থন আছে বলে জানা গেছে।
প্রেসিডেন্ট মুগাবের প্রতি আনুগত্য থাকা সেনাবাহিনীও এখন চাইছে মুগাবে ক্ষমতা থেকে সরে দাঁড়াক।
হারারেতে বিবিসির একজন প্রতিনিধি জানান, মুগাবের পদত্যাগের দাবিতে এটি একটি জনস্রোত এবং মুগাবে আর কখনো ক্ষমতায় ফিরে আসতে পারবেন না।

তিনি আরও বলেন, এখনই সময় জিম্বাবুয়ের জনগনকে বলতে হবে, মুগাবেকে বিদায় নিতে হবে এবং অবশ্যই তিনি ক্ষমতা ছাড়বেন। আমরা তাকে আর দেখতে চাই না। যার কারণে এটাই এক নব সূচনা’।
উল্লেখ,গত বুধবার থেকে গৃহবন্দী থাকা প্রেসিডেন্ট মুগাবে গতকাল হারারেতে প্রকাশ্যে এক সমাবর্তন অনুষ্ঠানে আসেন। ধারণা করা হচ্ছে মুগাবের স্ত্রী গ্রেস মুগাবেকেও তার সঙ্গে গৃহবন্দী করে রাখা হয়েছে। দেশটিতে ক্ষমতার দ্বন্দ্বের কারণে এবং মুগাবের আশপাশে থাকা অপরাধীদের শাস্তি দিতে সেনাবাহিনী সেদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সেনাবাহিনী বলছে তারা কোনো অভ্যুত্থান ঘটায়নি। তাদের লক্ষ্য পূরণ হলে দেশটিতে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে বলেও জানায় সেনাবাহিনী।
৯৩ বছর বয়সী প্রেসিডেন্ট মুগাবের সঙ্গে অসদাচরণের অভিযোগে গত সপ্তাহে ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়াকে ক্ষমতাচ্যুত করার পর ফার্স্ট লেডি গ্রেস মুগাবেকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করার পথ পরিষ্কার করা হয়েছে বলে বলছেন দেশটির রাজনীতি সংশ্লিষ্টরা। নানগাগওয়াকে সরিয়ে দেয়ার পর ভাইস প্রেসিডেন্ট হিসেবে ফার্স্ট লেডিকে সমর্থন দিয়েছেন জানু-পিএএফ যুব লীগ।
আজকের বাজার: সালি / ১৮ নভেম্বর ২০১৭