উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। পূর্ব এশীয় অঞ্চলের দুটি রাষ্ট্র। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর দেশ দুটি বিভক্ত হয়। এরপর থেকে বিভিন্ন সময়ে নিজেদের মধ্যে যেন দা-কুমড়ার সম্পর্ক চলে আসছিল।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় গত রোববার কিম তার স্ত্রী রাই সোল জু’কে নিয়ে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে একটি থিয়েটার হলের অনুষ্ঠানে যোগ দেন। এসময় তিনি দক্ষিণ কোরিয়ার পপ তারকাদের গান উপভোগ করেন। এই ঘটনাকে অনেকে নজিরবিহীন হিসেবে উল্লেখ করছেন।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ার পপ তারকাদের ওই অনুষ্ঠান মি. কিম বেশ মুগ্ধ হয়ে উপভোগ করেছেন। এ সময় তিনি হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশও করেন বলে দেখা গেছে। এমনকি তিনি মঞ্চের পিছনে গিয়ে তারকাদের সাথে কথা বলেছেন এবং ছবিও তুলেছেন।
উল্লেখ, ১ দশকের বেশি সময় পর দক্ষিণ কোরিয়ার কোনো সংগীত দল উত্তর কোরিয়া সফর করছে। সফররত ‘কে-পপ’ নামের ওই সঙ্গীত দলটি আগামিকাল মঙ্গলবার আরেকটি অনুষ্ঠানে অংশ নিবে বলে জানা গেছে। ‘বসন্ত আসছে’ এই শিরোনামে তারা গানের অনুষ্ঠানগুলি করছেন।
এস/