‘মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বিভিন্ন উপজেলার গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাসব্যাপী কার্যক্রম চলমান রয়েছে। বিগত সময়ে খানাখন্দকে ভরা গ্রামীণ সড়কগুলোর মেরামত কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এলজিইডি’র বিভিন্ন প্রকল্পের অধীনে কর্মরত ৪৫০ জন শ্রমিকদের নিয়ে সড়ক সংস্করণ মাসের কর্মসূচি বিভিন্ন উপজেলায় এ কার্যক্রম শুরু করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় জেলার বরুড়া উপজেলার তলাগ্রাম এলাকায় গিয়ে দেখা যায় সড়ক রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত রয়েছেন ২০ জন শ্রমিক। তারা সকাল ৮ টা থেকে বিকেল ৫টা পযর্ন্ত উপজেলার খানাখন্দকে ভরা গ্রামীণ সড়কগুলো রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত রয়েছেন।
বরুড়া উপজেলা প্রকৌশলী মো. ফুয়াদ হাসান বাসসকে বলেন, মুজিববর্ষ উপলক্ষে অক্টোবর মাসকে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের মাস ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বরুড়া উপজেলার এলজিইডি আওতায় ২০ জন শ্রমিকের মাধ্যমে বাছাইকৃত সড়কের রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেছি। মাসব্যাপী এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।