মুজিববর্ষে পিরোজপুরের ১শত ৭১ জন অস্বচ্ছল মুক্তিযোদ্ধার বাড়ি তৈরী করে দিচ্ছে সরকার। প্রতিটি বাড়ি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৬ লক্ষ টাকা। পিরোজপুরে এ নির্মাণ কাজে খরচ হবে ২৭ কোটি ৩৬ লক্ষ টাকা। সারা দেশে মুজিববর্ষে মুক্তিযোদ্ধাদের জন্য নির্মাণ করা হচ্ছে ১৪ হাজার বাড়ি।
পিরোজপুরের ৭ উপজেলার অস্বচ্ছল ও ভূমিহীন মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মাণ করে দেয়ার লক্ষ্যে তালিকা চূড়ান্ত করতে যাচাই-বাছাই চলছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী প্রত্যেক উপজেলায় নির্বাহী অফিসারকে সভাপতি ও উপজেলা সমাজসেবা অফিসারকে সদস্য সচিব করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে উপজেলা প্রকৌশলী এবং দুইজন মুক্তিযোদ্ধা প্রতিনিধিও রয়েছে। যাদের বাড়ি তৈরী করে দেয়ার জন্য নিজস্ব কোন জমি নেই, সেসব মুক্তিযোদ্ধার জন্য সরকারী খাস জমি বন্দোবস্ত দেয়ারও বিধান রাখা হয়েছে। পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন জানান, জাতির পিতা জন্মশতবর্ষ মুজিবর্ষে অস্বচ্ছল ভূমিহীন মুক্তিযোদ্ধাদের বাড়ি তৈরী করে দেয়ার তালিকা প্রস্তুত করতে এ লক্ষ্যে গঠিত উপজেলা কমিটি নীতিমালা অনুযায়ী আবেদন গ্রহণ করে তা সরেজমিনে যাচাই-বাছাই করছে। এ তালিকা তৈরীতে কোন অনিয়মের অভিযোগ এলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া উপজেলা কমিটির সিদ্ধান্তে সংক্ষুব্দ কোন মুক্তিযোদ্ধা জেলা প্রশাসকের নিকট আপিল করার সুযোগ পাবেন। তিনি বলেন জাতির পিতার নির্দেশে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, মুজিববর্ষে সে সকল মুক্তিযোদ্ধাদের মধ্যে অস্বচ্ছল ও ভূমিহীনদের বসত বাড়ি তৈরী করে দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সিদ্ধান্ত নিয়েছেন। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান