বাংলাদেশকে ১৫০টি অ্যাম্বুলেন্স দেবে ভারত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশকে এই অ্যাম্বুলেন্সগুলো দেয়া হবে বলে জানিয়েছেন, ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা
আজ বুধবার (১১ মার্চ) দিল্লির হায়দরাবাদ হাউজে সফররত বাংলাদেশের ২০ সাংবাদিকের প্রতিনিধি দলকে এ কথা জানান তিনি। শ্রিংলা বলেন, ‘এটি আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার। তিনি পরে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।’ আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রেকর্ডকৃত ভিডিও বার্তা দেবেন বলে জানান পররাষ্ট্র সচিব।
এর আগে মুজিব বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে নরেন্দ্র মোদির বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে তার সফর স্থগিত করা হয়। তবে ঢাকায় না আসলেও ভারতের প্রধানমন্ত্রী ওইদিন ভিডিও কনফারেন্সে যুক্ত থাকবেন বলেও জানিয়েছেন, দেশটির পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।
আজকের বাজার/এ.এ