জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত বিশ্ব একাদশ বনাম অবশিষ্ট এশিয়া একাদশের মধ্যকার বিশেষ দু’টি টি-টোয়েন্টি ম্যাচ আপাতত স্থগিত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আজ বুধবার (১১ মার্চ) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ দেখেতে এসে তিনি গণমাধ্যমের মুখোমুখি হন। এসময় তিনি এসব কথা জানান।
একই সঙ্গে অস্কারজয়ী সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী এ আর রহমানের বিশেষ কনসার্ট স্থগিত ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।
আজকের বাজার/এ.এ