জেলার সৈয়দপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে আজ গাছের চারা বিতরণ করেছে স্থানীয় সেতুবন্ধন পাঠাগার।
আজ শনিবার দুপুর ১২টার দিকে পাঠাগারের সামনে এই গাছের চারা বিতরণ কর্মসূচি উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোকছেদুল মোমিন।
এসময় পাঠাগারে সভাপতি মো. আলমগীর হোসেনে সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, সানজিদা বেগম লাকি, খালিশা বেলপুকুর স্কুল এ-কলেজের অধ্যক্ষ মো. আমিরুল ইসলাম ও পাঠাগারের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান প্রমূখ।
পাঠাগারের সভাপতি মো. আলমগীর হোসেনে জানান, উদ্বোধনী অনুষ্ঠানে চারশ’ চারা বিতরণ করা হয়েছে। এই কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির তিনহাজার পাঁচশ’টি গাছের চারা বিতরণ করা হবে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান