মুজিববর্ষ উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন শুরু ২২ মার্চ

মুজিববর্ষ উপলক্ষে একাদশ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আগামী ২২ মার্চ রোববার সকাল ১১টায় শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহবান করেছেন। আজ সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এটি হবে একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশন। এ অধিবেশন আগামী ২২ ও ২৩ মার্চ এ দু’দিন চলার কথা রয়েছে। এ অধিবেশনে বিশ্বখ্যাত ব্যক্তিত্বদের আমন্ত্রন জানানো হয়েছে। তাঁরা অধিবেশনে ভাষণ দেয়ারও কথা রয়েছে। এর আগে একাদশ সংসদের নিয়মিত ষষ্ঠ অধিবেশন গত ১৮ মার্চ শেষ হয়। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান