জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে সম্প্রতি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে একটি বর্ণাঢ্য ‘মুজিব কর্ণার' উদ্বোধন করা হয়। কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আখতার এই ‘মুজিব কর্ণার’ উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আপেল মাহমুদ, এসিআইআই (ইউকে), চিফ কনসালটেন্ট রহিম উদ্-দ্দৌল্লা চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক নিজাম উদ্দিন আহমাদ, এম. নূরুল আলম, মোঃ আনিছুর রহমান মিয়া, সহকারী ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) মোহাম্মদ নূর-ই-আলম, আলেয়া আক্তার রুমা, এসইভিপি ও ইনচার্জ (প্রশাসন) কাজী আবুল মনজুর সহ কোম্পানির উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ। মুজিব কর্ণারে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই, তাঁর ছবি প্রদর্শিত হচ্ছে যার মাধ্যমে তাঁর জীবন ও কীর্তি সম্পর্কে জানা যাবে।