জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে‘মুজিব বর্ষ’উদযাপনে বঙ্গবন্ধু কল্যাণ ট্রাস্টকে ১০ কোটি টাকা অনুদান দিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউসিবি জানায়, সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুদানের চেক হস্তান্তর করেন ব্যাংকের পরিচালক আসিফুজ্জামান চৌধুরী ও নুরুল ইসলাম চৌধুরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১০ জানুয়ারি‘মুজিব বর্ষের’ক্ষণগণনার(কাউন্টডাউন উদ্বোধন করার কথা রয়েছে।
বিভিন্ন কর্মসূচির মাধ্য দিয়ে বাংলাদেশ ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত‘মুজিব বর্ষ’উদযাপন করবে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে বৃহৎ এ আয়োজন উদযাপন করা হবে। এদিকে গত সপ্তাহে প্রধানমন্ত্রী জনান, বাংলাদেশের সাথে‘মুজিব বর্ষ’উদযাপন করবে ইউনেস্কো। সম্প্রতি প্যারিসে সংগঠনটির সদর দপ্তরে অনুষ্ঠিত ৪০তম সাধারণ পরিষদে ইউনেস্কো এই সিদ্ধান্ত নিয়েছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান