জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আগামীকাল নাইজেরিয়ার পোস্টাল সার্ভিস একটি স্মারক ডাকটিকেট অবমুক্ত করতে যাচ্ছে।
নাইজেরিয়ার রাজধানী আবুজায় অবস্থিত বাংলাদেশের হাইকমিশনের উদ্যোগে আয়োজিত স্মারক ডাকটিকেট অবমুক্তকরণ অনুষ্ঠান ভার্চুয়াল প্লাটফর্মে আগামীকাল বাংলাদেশ সময় বিকাল ৫ টায় এবং নাইজেরিয়ার সময় দুপুর ১২ টায় অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এবং নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জিওফ্রে অনিইয়েমা যৌথভাবে এ স্মারক ডাকটিকেট অবমুক্ত করবেন। এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংযুক্ত থাকবেন।
এছাড়া নাইজেরিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো: শামীম আহসান, নাইজেরিয়া পোস্টাল সার্ভিসের মহাপরিচালক ড. ইসমাইল আদেবাইও আদেউশিসহ উভয় দেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাগণ এবং নাইজেরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা সংযুক্ত থাকবেন। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান