আগামী ২০২০ সাল মুজিব বর্ষ পালন উপলক্ষ্যে বছরব্যাপী নানা কর্মসূচী হাতে নিয়েছে ঢাকা এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ। আজ (২ নভেম্বর ২০১৯) তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের ৯৪০তম বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বছরব্যাপী কর্মসূচী পালনের জন্য ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেমকে আহবায়ক এবং পরিচালক মোঃ রকিবুর রহমানকে কো-আহবায়ক করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন ডিএসই’র পরিচালক বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, মনোয়ারা হাকিম আলী, অধ্যাপক ড. এম. কায়কোবাদ, অধ্যাপক ড. মোঃ মাসুদুর রহমান, বিগ্রেডিয়ার জেনারেল মোঃ মোস্তাফিজুর রহমান, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি, মোঃ হানিফ ভূইয়া, মিনহাজ মান্নান ইমন এবং ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) আবদুল মতিন পাটওয়ারী, এফসিএমএ।