চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, ঝিনাইদহ, ফরিদপুর, রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায় মুড়িকাটা ও গ্রীষ্মকালীন নতুন পেঁয়াজ ক্ষেত থেকে তোলা ও বাজারে আসা শুরু হয়েছে।
দেশে প্রতি বছর মুড়িকাটা পেঁয়াজ আবাদ হয় প্রায় ৫০ হাজার হেক্টর জমিতে এবং উৎপাদন হয় প্রায় ৮ লাখ মেট্রিক টন।
এছাড়া এবছর গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ হয়েছে প্রায় ৫০০ হেক্টর জমিতে, উৎপাদন হতে পারে প্রায় ৫০ হাজার মেট্রিক টন।
মুড়িকাটা ও গ্রীষ্মকালীন নতুন পেঁয়াজ বাজারে থাকবে ৩ থেকে সাড়ে তিন মাস। এরপর সিজনের মূল পেয়াঁজ আসা শুরু হবে এবং উৎপাদন হতে পারে প্রায় ২৬ থেকে ২৮ লাখ মেট্রিক টন।
চলতি বছরের জুলাই থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত আমদানি হয়েছে ৫ লাখ ৭১ হাজার ৫৩৪ টন, যা গত বছরের এই সময়ের তুলনায় ১ লাখ ৫৫ হাজার ২২৪ টন বেশি।
গতবছর এই সময়কালে আমদানি হয়েছিল ৪ লাখ ১৬ হাজার ৩১০ টন।
ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার পর গত ৯ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ভারত থেকে দেশে পেঁয়াজ এসেছে ১ হাজার ৩০০ মেট্রিক টন। (বাসস)