পুঁজিবাজারে তালিকাভুক্ত জিএসপি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ ২০১৭ সালের ব্যবসায়ও মুনাফার ৭২ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাকি ২৬ শতাংশ কোম্পানির রিজার্ভে যোগ হবে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অধীনস্থ কোম্পানিসহ জিএসপি ফাইন্যান্সের ২০১৭ সালে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.০৮ টাকা। আর এই মুনাফার বিপরীতে কোম্পানিটির পর্ষদ ২৩.৫০ শতাংশ হারে প্রতিটি শেয়ারে ২.৩৫ টাকা বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। যা মুনাফার ৭২ শতাংশ। বাকি ২৬ শতাংশ কোম্পানির রিজার্ভে যোগ হবে।
কোম্পানিটির ২০১৭ সালে শেয়ারপ্রতি ৩.০৮ টাকা হিসেবে মোট ৩২ কোটি ২৩ লাখ টাকার মুনাফা হয়েছে। এরমধ্যে শেয়ারপ্রতি ২.৩৫ টাকা বোনাস শেয়ার হিসাবে শেয়ারহোল্ডারদের ২৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার দেওয়া হবে। যাতে কোম্পানিটির একই পরিমাণ পরিশোধিত মূলধন বাড়বে। আর বাকি ৭ কোটি ৬৪ লাখ টাকা রিজার্ভে যোগ হবে।
১০৪ কোটি ৬৩ লাখ টাকা পরিশোধিত মূলধনের জিএসপি ফাইন্যান্সে ১৫০ কোটি ২৫ লাখ টাকার রিজার্ভ রয়েছে। তবে ২০১৭ সালে মুনাফার ৭২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করায় বাকি ২৬ শতাংশ বা ৭ কোটি ৬৪ লাখ টাকার রিজার্ভে যোগ হবে।
উল্লেখ্য শনিবার ৩ ফেব্রুয়ারি জিএসপি ফাইন্যান্সের শেয়ার দর ছিল ৩০.৮০ টাকায়।
আজকের বাজার:এসএস/৪ফেব্রুয়ারি ২০১৮