পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড লোকসান থেকে মুনাফায় ফিরেছে। আগের অর্থবছরের ছয় মাসে লোকসান হলেও ফান্ডটির চলতি অর্থবছরের ছয় মাসে (জুলাই-ডিসেম্বর’২০২০) মুনাফা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, অর্থবছরের ছয় মাসে অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ফান্ডটির ইউনিট প্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ১.২০ টাকা। আগের অর্থবছরের একই সময়ে ইউনিট প্রতি লোকসান হয়েছিল ০.৪০ টাকা।
এদিকে অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের তিন মাসে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে ফান্ডটির ইউনিট প্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ০.৯৭ টাকা। আগের অর্থবছরের একই সময়ে ইউনিট প্রতি লোকসান হয়েছিল ০.৪৬ টাকা।
৩১ ডিসেম্বর ২০২০ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ (এএভিপিইউ) বাজার মূল্য অনুযায়ী দাঁড়ায় ১০.৭৬ টাকায়।