পুঁজিবাজারে তালিকাভুক্ত হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশের চলতি বছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর ২০১৭) পণ্য বিক্রয় কমেছে ১০ শতাংশ। তবে উৎপাদন ব্যয় বেড়েছে। যাতে কোম্পানিটির মুনাফা কমেছে ৩৯ শতাংশ। কোম্পানির ৯ মাসের অনিরীক্ষিত সমন্বিত আর্থিক হিসাব বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।
চলতি বছরের ৯ মাসে কোম্পানিটির সিমেন্ট বিক্রয় হয়েছে ৭৬৫ কোটি ৫০ লাখ টাকার। যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ৮৪৯ কোটি ৭ লাখ টাকা। এ হিসাবে বিক্রয় কমেছে ৮৩ কোটি ৫৭ লাখ টাকার বা ১০ শতাংশ।
এদিকে আগের বছরের ৯ মাসে বিক্রয়ের জন্য কাচাঁমালসহ উৎপাদন ব্যয় হয়েছিল ৬৩২ কোটি ৫৩ লাখ টাকা। যা ছিল বিক্রয়ের ৭৪ শতাংশ। মোট মুনাফার পরিমাণ ২১৬ কোটি ৫৪ লাখ টাকা। কিন্তু এ বছরের ৯ মাসে বিক্রয়ের বিপরীতে ৭৯ শতাংশ হারে ৬০৩ কোটি ৪৯ লাখ টাকা উৎপাদন ব্যয় হয়েছে। যাতে মোট মুনাফার পরিমান দাঁড়ায় ১৬২ কোটি ১ লাখ টাকা। এ হিসাবে ৫৪ কোটি ৫৩ লাখ টাকা বা ২৫ শতাংশ কম মুনাফা হয়েছে।
এদিকে কোম্পানিটির বিক্রয় হ্রাস পেলেও বেড়েছে পরিচালন ব্যয় । কোম্পানিটির আগের বছরের ৫৬ কোটি ৯২ লাখ টাকার নিট পরিচালন ব্যয় এ বছরে বেড়ে হয়েছে ৬৪ কোটি ৫১ লাখ টাকা।
অপরদিকে অ-পরিচালন মুনাফা ও সুদজনিত আয় কমেছে। প্রতিষ্ঠানটির আগের বছরের ১১ কোটি ৪ লাখ টাকার অ-পরিচালন মুনাফা কমে হয়েছে ২ কোটি ৮৪ লাখ টাকা। আর ১৮ কোটি ২৩ লাখ টাকার সুদজনিত আয় এ বছর কমে হয়েছে ১৪ কোটি ৬৫ লাখ টাকা।
কোম্পানিটির ৯ মাসে বিক্রয় থেকে উৎপাদন ব্যয়, পরিচালন ব্যয়, সুদজনিত ব্যয়, কর সঞ্চিতি বিয়োগ ও অ-পরিচালন মুনাফা এবং সুদজনিত আয় যোগ শেষে নিট মুনাফা দাড়িয়েছে ৮১ কোটি ৫৩ লাখ টাকা বা শেয়ারপ্রতি ১৪.৪৩ টাকায়। যা আগের বছর হয়েছিল ১৩৪ কোটি ২৭ লাখ টাকা বা শেয়ারপ্রতি ২৩.৭৬ টাকা। এ হিসাবে মুনাফা কমেছে ৫২ কোটি ৭৪ লাখ টাকা বা ৩৯ শতাংশ।
৫৬ কোটি ৫০ লাখ টাকার পরিশোধিত মূলধনের হাইডেলবার্গ সিমেন্টে ৪৭১ কোটি ১৮ লাখ টাকার নিট সম্পদ রয়েছে। যা শেয়ারপ্রতি হিসাবে ৮৩.৩৯ টাকা।
বুধবার ২৭ ডিসেম্বর লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাড়িয়েছে ৪১০.২০.৬০ টাকায়।
আজকের বাজার:এসএস/২৮ডিসেম্বর ২০১৭