পুঁজিবাজারে তালিকাভুক্ত সাইফ পাওয়ারটেকের চলতি অর্থবছরের ৩ মাসে (জুলাই-সেপ্টেম্বর ২০১৭) বিক্রয় বেড়েছে ১৩ শতাংশ। যার উপর ভিত্তি করে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৬ শতাংশ।
কোম্পানির ২০১৭-১৮ অর্থবছরের ৩ মাসের অনিরীক্ষিত সমন্বিত আর্থিক হিসাব বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।
চলতি অর্থবছরের ৩ মাসে কোম্পানিটির বিক্রয় হয়েছে ৮৫ কোটি ৮৯ লাখ টাকার। যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ৭৬ কোটি ১১ লাখ টাকা। এ হিসাবে বিক্রয় বেড়েছে ৯ কোটি ৭৮ লাখ টাকার বা ১৩ শতাংশ।
আগের বছরের ৩ মাসে বিক্রয়ের জন্য কাচাঁমালসহ উৎপাদন ব্যয় হয়েছিল ৩৭ কোটি ৯৪ লাখ টাকা। যা ছিল বিক্রয়ের ৫০ শতাংশ। যাতে মোট মুনাফা হয়েছিল ৩৮ কোটি ১৭ লাখ টাকা। কিন্তু এ বছরের ৩ মাসে বিক্রয়ের বিপরীতে ৪৯ শতাংশ হারে ৪২ কোটি ৪০ লাখ টাকার উৎপাদন ব্যয় হয়েছে। যাতে মোট মুনাফা হয়েছে ৪৩ কোটি ৪৯ লাখ টাকা। এ হিসাবে মোট মুনাফার পরিমান দাঁড়িয়েছে ৫ কোটি ৩২ লাখ টাকা বা ১৪ শতাংশ।
আজকের বাজার:এসএস/১জানুয়ারি ২০১৮