শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে গত ১৬ আগস্ট আলোচিত তিন কোম্পানি লিগাসি ফুটওয়ার এবং বিডি অটোকার্স লিমিটেড, মুন্নু স্টাফলার্সের শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত করা হয়। তিনটি কোম্পানিরই উৎপাদন বন্ধ রয়েছে বলে অভিযোগ আছে। কিন্তু তা সত্ত্বেও বাজারে এগুলোর শেয়ারের দাম টানা বাড়ছিল।
আজ মঙ্গলবার অনুষ্ঠিত বিএসইসির কমিশন সভায় বিডি অটোকারস ও লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার লেনদেনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়। একই সভায় মুন্নু স্টাফলার্সের শেয়ার লেনদেনে নিষেধাজ্ঞা আরও ১৫ দিন বাড়ানো হয়।