মুন্সিগঞ্জ সদরের সিপাহীপাড়া এলাকার পল্লী বিদ্যুৎ কার্যালয়ের জিএমসহ ৩ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। আজ বুধবার (২২ এপ্রিল) বেলা ১টার দিকে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার মুন্সিগঞ্জ জেলায় নতুন করে ৬ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে জেলা সদরে ৪ জন ও শ্রীনগর উপজেলায় ২ জন। জেলা সদরের নতুন আক্রান্ত ৪ জনের মধ্যে ৩ জনই হচ্ছেন জেলা পল্লী বিদ্যুতের প্রধান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী।