মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মধ্য কামারগাঁও এলাকায় থাই গ্লাস লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মো. রিফাত মিয়া (২৩) ও মো. রাসেল মিয়া (২২)। রিফাত উপজেলার বাগরা ইউনিয়নের কাজির কান্দা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। রাসেল একই ইউনিয়নের জগন্নাথ পট্টি এলাকার আবুল কাসেমের ছেলে। তাঁরা দুজন থাই গ্লাস বসানোর কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে মধ্য কামারগাঁও এলাকার তমিজ উদ্দিন শেখের নতুন বাড়ির জানালায় থাই গ্লাস বসানোর কাজ করছিলেন ওই দুই যুবক। তাঁদের ব্যবহৃত যন্ত্রের বৈদ্যুতিক তার ছিঁড়ে ওই গ্লাসে লেগে ছিল। গ্লাস ধরতেই তাঁরা দুজন বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাদের গোঙানির শব্দে পাশের লোকজন ছুটে আসে।
পরে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, ওই দুই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান।
শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিব বলেন, খবর পেয়ে লাশ থানায় আনা হয়েছে। মামলা হবে কি না, তা নিহত ব্যক্তিদের স্বজনেরা এলে বলা যাবে।
আজকের বাজার/একেএ