মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বলই এলাকার রাস্তার পাশের একটি খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ আগস্ট) দুপুর ২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে ৩-৪ দিন আগে হত্যা করে এখানে লাশ ফেলে রেখে যায় দুবৃত্তরা। নিহতের নাম-পরিচয় অনুসন্ধানে কাজ করছে পুলিশ।
মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আজকের বাজার/একেএ