ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঢাকাগামী অ্যাম্বুলেন্সের সাথে মাওয়াগামী মাইক্রো বাসের সংঘর্ষে একজন নিহত ও হেলপারসহ অপর তিনজন আহত হয়েছে।
আজ শুক্রবার সকালে শ্রীনগর উপজেলার ষোলঘর বটতলা এগ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা-মাওয়া মহাসড়কের হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল বাছেদ জানান, নিহত মাইক্রোযাত্রী দেলোয়ার হোসেন (৫০) মাদারদিপুর জেলার বাহিরচর এলাকার মৃত মুছা হাওলদারের ছেলে। তার লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।ঢাকার পোস্তগোলা থেকে রং মিস্ত্রীরা মাইক্রোবাসে করে শিমুলিয়া ঘাটের দিকে আসছিলেন। পথিমধ্যে এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় হাইওয়ে পুলিশের চেকপোস্ট থেকে মাইক্রোবাসকে ফেরত যেতে বলা হলে তারা উল্টোপথে চলতে শুরু করে। এ সময় ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাসের এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয় এবং অপর তিন জন আহত হয়। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়। অ্যাম্বুলেন্স ও মাইক্রো দু’টি পুলিশ হেফাজতে রয়েছে।