মুন্সীগঞ্জে আরও ৭ জনের করোনাভাইরাস শনাক্ত, মোট আক্রান্ত ২০৪ জন

জেলায় নতুন করে আজ আরও ৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত হলেন ২০৪ জন। জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ আজ সকালে জানান, গত ৪ মে নিপসমে পাঠানো ৭২টি নমুনার মধ্যে ৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ার রিপোর্ট এসেছে। তিনি জানান, এরমধ্যে সদরে ৪ জন, শ্রীনগরে ২ জন ও লৌহজংয়ে ১ জন শনাক্ত হয়েছে।

এদের মধ্যে সদরের মিরকাদিমের পুরুষ (৪০) গতকাল মারা গেছেন। এছাড়া সদরের অপর শনাক্তরা হলেন- মানিকপুরের এক মহিলা (২৩), নয়াপাড়ার মহিলা (৫৫), মাঠপাড়ার পুরুষ (৬৪)। শ্রীনগরের শনাক্তরা হলেন- উপজেলা হেলথ কমপ্লেক্সের শিশু (২) ও বেজগাঁওয়ের পুরুষ (৩২)।
এছাড়া লৌহজংয়ে পুরুষ (৩১) শনাক্ত হয়েছে। লৌহজংয়ে শনাক্ত ব্যক্তির ঠিকানায় রাজশাহী লেখা আছে। সে লৌহজং থেকে নমুনা দেয়ায় তার রিপোর্ট এখানে এসেছে। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি এখানে কাজ করেন। খবর বাসস

আজকের বাজার/আখনূর রহমান