মুন্সীগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ১

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইয়াবা ও নগদ টাকাসহ জাকির (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৬ জুন) দিবাগত রাতে সিরাজদিখানের চরপানিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাকির একই গ্রামের হযরত মিয়ার ছেলে।

সিরাজদিখান থানার এএসপি মহিতুল ইসলাম জানান, জাকিরকে ৫৭ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১২ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সিরাজদিখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

রাসেল/