মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ট্রাকচাপায় এক পথচারী নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাতে উপজেলার কুমারভোগ ইউনিয়নের চন্দ্রেরবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম দাদন জমাদ্দার (৩৭)।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, উপজেলার কুমারভোগ গ্রামের দাদন জমাদ্দার পেশায় একজন মাহিন্দ্র চালক। তিনি রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা দাদনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেন।
ওসি লিয়াকত আলী জানান, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ট্রাকচালককে আটক করা হয় এবং গাড়িটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
আজকের বাজার/একেএ