মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া মহাসড়কের হাসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে মোটরসাইকেল চালক তুহিন শিকদার ও আরোহী বাদশা হোসেন মিঠু নিহত হয়। নিহতরা সম্পর্কে শ্যালক ও দুলাভাই বলে জানা গেছে।
জানা যায়, রাজধানীর শ্যামপুর থেকে শ্যালক তুহিন মোটরসাইকেল চালিয়ে তাদের বাড়ি শ্রীনগরে নিয়ে যাচ্ছিলো দুলাভাই বাদশাকে। হাসাড়া এলাকায় আসার পর পাশের রাস্তা থেকে মোড় ঘুরতে থাকা একটি ট্রাকের সঙ্গে বাইকটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। শ্যালক তুহিন শ্রীনগর এলাকা মালেক শিকাদারের ছেলে। আর তার বোনজামাই বাদশা হোসেন রাজাধানী ঢাকার শ্যামপুর এলাকার মৃত মীর হোসনের ছেলে।
দুর্ঘটনার পর বালুবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। নিহতদের মরদেহ হাইওয়ে থানায় রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজকের বাজার / এ.এ